তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারখানাটি উদ্বোধন করেন।
কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মুতাসিম দাইয়ান, উপদেষ্টা মেজর জেনারেল হামিদ আর. চৌধুরী, আরসিডিএস, পিএসসি (অব.), চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, পরিচালক (অপারেশন) ফিরোজ মোহাম্মদ, হেড অফ মার্কেটিং জে. এম. তসলিম কবীরসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, স্যামসাং এবং ফেয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেনের প্রস্তুতকারক ও বিপণনকারী।
আরও পড়ুন: বছর শেষে অফার নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের উদ্বুদ্ধ করতে ইউএনডিপি’র সঙ্গী স্যামসাং
স্যামসাং চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন
বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বিদ্যুতের সহজলভ্যতার কারণে দেশে মোবাইলফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় দেশের ভোক্তা সাধারণের মানসম্পন্ন পণ্যের চাহিদা পূরণে ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইলফোন, টিভি, ফ্রিজ কারখানার পাশাপাশি স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করছে যা দেশে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যামসাং মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স কারখানা পরিদর্শন করেন এবং শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার ব্যবস্থাপনার প্রশংসা করেন।
তিনি বলেন, ‘ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানায় এখন স্যামসাং এয়ার কন্ডিশনারসহ সকল স্যামসাং পণ্য উৎপাদন হচ্ছে যা প্রযুক্তি শিল্পে বাংলাদেশে অনবদ্য অবদান রাখবে। স্যামসাং এর মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স কারখানা যেমন বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে তেমনি ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি করছে এবং আমরা আশা করি তারা ভবিষ্যতে দেশের রপ্তানিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। স্যামসাং ও ফেয়ার ইলেকট্রনিক্সসহ প্রযুক্তি শিল্পের বিনিয়োগকারীদের জন্য আমাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে আমরা আশা করি।’
এসময় ফেয়ার ইলেকট্রনিক্সের শ্রমিক ও কর্মচারীরা মেড ইন বাংলাদেশ ভিশনকে সামনে রেখে বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে সর্বোত্তম মানের পণ্য উৎপাদন ও সরবরাহের অঙ্গীকার করেন।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘বাংলাদেশের ভোক্তাদের সাধ এবং সাধ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা দেশে স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করছি। এই কারখানা থেকে উৎপাদিত স্যামসাং এয়ার কন্ডিশনার যেমন সাশ্রয়ী মূল্যে দেশের জনগণ কিনতে পারবে তেমনি ভবিষ্যতে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।’